৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
→ গণহত্যা (Genocide) কী বা এর বৈশিষ্ঠ্য কী কী ?
→ মায়ানমারের রাখাইনে চলমান পরিস্থিতি কি গণহত্যার মধ্যে পড়ে ?
→ বিশ্ব মানবাধিকার সনদসমূহ ।
:
Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, 1948 ( সংক্ষেপে Genocide Convention) এর আর্টিকেল ২ অনুসারে,
.
গণহত্যার দুটি প্রধান উপাদান রয়েছে
↓
১. মানসিক উপাদান: আংশিক বা পুরোপুরি জাতিগত, নৃতাত্ত্বিক (গোষ্টীগত), সাম্প্রদায়িক বা ধর্মীয় গোষ্ঠীর ধ্বংস কার্যক্রমের উদ্দেশ্য
–
২. শারীরিক (বাহ্যিক/অস্তিত্বমূলক) উপাদান: নিচে বিশদভাবে বর্ণিত ৫টি কাজ এই উপাদানের অন্তর্ভুক্ত –
↓
ক. নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের হত্যা করা
‘
খ. সেই গোষ্ঠীর সদস্যদের মারাত্মক মানসিক বা শারীরিক ক্ষতিসাধন করা
‘
গ. সেসব লোকজনের জীবনে এমন পরিস্থিতি সৃষ্টি করা যার ফলে তাদের অস্তিত্ব আংশিক বা পুরোপরি ধ্বংস হয়ে যায়
‘
ঘ. সে গোষ্ঠীতে মানব সন্তানের জন্মের ব্যাপারে নিরোধমূলক ব্যবস্থা করা বা বাধা দেওয়া
‘
ঙ. জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদেরকে অন্য গোষ্ঠীতে পরিবর্তন করা ( বিশেষত ধর্মীয় ব্যাপারে)।
_______________________________
_______________________________
প্রশ্নোত্তর: এবার আপনিই বলুন মায়ানমারের রাখাইনে চলমান পরিস্থিতি গণহত্যার মধ্যে পড়ে কিনা।
:::
:::
★বিশ্ব মানবাধিকার সনদসমূহ
___________________________
(The Office of the High Commissioner for Human Rights (OHCHR) অনুসারে) পৃথিবীতে ৯টি প্রধান মানবাধিকারেরর ওপর সনদ রয়েছে। এগুলো হল↓
–
1) Convention on the Elimination of All Forms of Racial Discrimination (ICERD, 21 December, 1965)
.
2) International Covenant on Civil and Political Rights (ICCPR, 16 December, 1966)
.
3) International Covenant on Economic, Social, and Cultural Rights (ICESCR, 16 December, 1966)
.
4) Convention on the Elimination of All Forms of Discrimination Against Women (CEDAW, 18 December, 1979)
.
5) Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment (CAT, 10 December, 1984)
.
6) Convention on the Rights of the Child (CRC, 20 November, 1989)
.
7) International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families (ICMW, 18 December, 1990)
.
glasses emoticon International Convention for the Protection of All Persons from Enforced Disappearance (CPED, 20 December, 2006)
.
9) Convention on the Rights of Persons with Disabilities (CRPD, 13 December, 2006)